শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ৩৯! নেই নারীপ্রার্থী
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। ৩৯ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে রয়েছেন তিন জন তামিল সংখ্যালঘু ও দুজন বৌদ্ধও।
বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে মনোনয়ন জমা দিয়েছেন। ভোটে লড়ছেন রাজাপক্ষে পরিবারের নামাল রাজাপক্ষে, প্রধান বিরোধী নেতা সজিত প্রেমদাস-সহ আরো একাধিক মুখ।
শ্রীলঙ্কায় গত কয়েক বছরে যে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে, সেই আবহে এটিই প্রথম নির্বাচন । ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে প্রথম বার এমন আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দেউলিয়া হয়ে যায় দেশটি।
সেই আর্থিক সঙ্কেটর আবহেই পতন হয় রাজাপক্ষে পরিবারের। তীব্র জনরোষের মধ্যে পড়ে ক্ষমতাচ্যূত হন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেও দেশ ছাড়তে বাধ্য হন। সেই রাজাপক্ষে পরিবারেরই ফের সক্রিয় হয়ে উঠছে শ্রীলঙ্কার রাজনীতিতে ফেরার চেষ্টায়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজপক্ষে পরিবারের নামাল। তিনি সম্পর্কে মাহিন্দার ছেলে।
১৯৮২ সালের অক্টোবরে যখন প্রথম বার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, তখন প্রার্থী ছিলেন ৬ জন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থীর সংখ্যাও। গত প্রেসিডেন্ট নির্বাচনে (২০১৯ সালে) মোট ৩৫ জন প্রার্থী ছিলেন। এ বার সেই সংখ্যা আরো বেড়েছে।
সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ অগস্ট (বৃহস্পতিবার)। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার সময় ছিল। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মোট ৪০ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে শেষে এক জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। শ্রীলঙ্কার প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, এ ছাড়া আরো তিন জন প্রার্থীর মনোনয়ন ঘিরে তিনটি আপত্তি উঠেছিল, যদিও সেই আপত্তিগুলি খারিজ হয়ে গিয়েছে।