কুকুর পরিচালনা শিখতে ইতালিতে পুলিশ কর্মকর্তারা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৭ বার পঠিত

১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থানের কথা আদেশে বলা হয়েছে। তবে পুলিশের ওই দলটি ইতালি গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সদর দপ্তর ও ডিএমপিতে খোঁজ নেওয়া হলে সেখান থেকেও কিছু নিশ্চিত করা হয়নি।
বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন।
এ ছাড়া প্রাক্-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।
সাত দিন দেশটিতে অবস্থানের কথা রয়েছে তাদের।(সৌজন্যে:দৈনিক কালেরকন্ঠ)