‘সন্ত্রাসের মদদদাতার তালিকা’ থেকে কিউবাকে বাদ দেবে যুক্তরাষ্ট্র

প্রান্তডেস্ক:সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বা সন্ত্রাসের মদদদাতার তালিকা থেকে কিউবাকে প্রত্যাহার করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে কিউবার ওপর থেকে এই মার্কিন তকমা সরিয়ে নিতে চাচ্ছেন বাইডেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজ এই কথা জানিয়েছে।
এরপর কিউবা ঘোষণা দেয়, ‘তারা বিভিন্ন অপরাধের জন্য আটক ৫৫৩ জন বন্দিকে মুক্তি দেবে।’ আশা করা হচ্ছে, এর মধ্যে চার বছর আগে সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরাও অন্তর্ভুক্ত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিদের মুক্তির পাশাপাশি এই সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ, কারণ এটি কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি পদক্ষেপ হতে পারে। এ ছাড়া এটি অন্যান্য বিতর্কিত বিষয়গুলোতে সংলাপের পথও প্রশস্ত করবে বলে ধরণা করা হচ্ছে। শুধু তাই নয়, কিউবার ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির জন্যও সহায়ক হবে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন তার পরিকল্পনা কংগ্রেসকে অবহিত করবেন। যার মধ্যে কিছু কিউবানের ওপর ট্রাম্প-যুগের আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করাও অন্তর্ভুক্ত। বিবৃতিতে আরো বলা হয়েছে, তিনি কিউবায় বাজেয়াপ্ত সম্পত্তির দাবি করার ব্যক্তিদের ক্ষমতাও স্থগিত করবেন।
ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ক্ষমতা নিবেন, তবে তিনি ক্ষমতা নেওয়ার পরে সর্বশেষ এই সিদ্ধান্তটি প্রত্যাহার করবেন কিনা তা স্পষ্ট নয়। এদিকে পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী মার্কো রুবিও দীর্ঘদিন ধরে কিউবার ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কথা বলে আসছেন।
সূত্র : বিবিসি