কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ
প্রান্তডেস্ক:সিলেটের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। বেলঅ ১২ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে।
জানাযায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। অসহযোগ চলাকালে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১ টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণীপেশার মানুষও যোগ দেন।
এই এলাকায়ই জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী অফিস রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার আগে থেকেই এ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নেয়।
বেলা ১২ টার দিকে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে। এক পর্যায়ে পুলিশের বাধা পেয়ে মূল সড়ক ছেড়ে আশপাশের গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।