ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
প্রান্তডেস্ক:ফিলিস্তিনিদের উপর ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ডেমনস্ট্রেশন ফর ফিলিস্তিন’ শীর্ষক ব্যানার হাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।মানববন্ধনটিতে সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত তানিম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুয়েল সরকার, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি শিক্ষার্থী লোকমান মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘ফিলিস্তিনি ভাইদেরকে বলতে চাই আমরা দূর থেকে হয়তো কিছু করতে পারবোনা তবে মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো।’
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাসের অবস্থানের প্রতি সংহতি জানিয়ে বক্তারা আরো বলেন, ‘আমরা চাই ওআইসি ভুক্ত দেশগুলোসহ পৃথিবীর শান্তিকামি মানুষের প্রতি আহবান জানায় আপনারা নিরীহ ফিলিস্তিনদের পাশে দাঁড়ান।’এসময়, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে তাদের সার্বিক বিষয়ে সাহায্যের আহবান জানান বক্তারা।