আমাদের ওপর বিদেশিদের কোনো চাপ নেই: আইনমন্ত্রী
অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। আমি এটাও বলতে পারি যে, বাংলাদেশে আসন্ন যে নির্বাচন সেটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এরমধ্যে কোনো প্রশ্ন নাই।’
বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না। অনেক রাষ্ট্রদূত নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছেন। বিদেশিদের কোনো চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমাদের ওপর বিদেশিদের কোনো চাপ নেই। বিদেশিরা যদি জানতে চায়, আমরা যেহেতু হত্যা বা মিথ্যার রাজনীতি করি না। তাই আমাদের তাদের এ ব্যাপারে জানাতে কোনো আপত্তি নেই। আমরা কোনো লুকোচুরি করি না, সেজন্য বিদেশি রাষ্ট্রদূতদের এগুলো জানাতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো দ্বিধা নেই৷’
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কেউ কোনো কথা বললে আমরা সেটা শুনব না। আমরা স্বাধীন রাষ্ট্র, জনগণের জন্য যেটা ভালো হবে, আমরা সেটা করব।