স্থগিত হলো ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৩ বার পঠিত

প্রান্তডেস্ক:অনিবার্য কারণবশত ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চীন দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য “চীন-বাংলাদেশ নাট্য উৎসব”টি স্থগিত করা হয়েছে।’
এতে আরও বলা হয়, পরবর্তীতে এই উৎসবের সময়সূচি আবারও জানানো হবে।
এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একদিনের এই নাট্য উৎসব সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছিল, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।

