১৯২৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র। ১৯৫০-এর মাঝামাঝি সময়ে কিং একজন তরুণ ধর্ম প্রচারক হিসেবে অ্যালাবামার মন্টগোমারিতে পাবলিক বাসে কৃষ্ণাঙ্গ যাত্রীদের ওঠার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সফল আন্দোলন করেন। বৈষম্য দূরীকরণ, কৃষ্ণাঙ্গদের সমান অধিকার ও ভোটাধিকারের দাবিতে ১৯৫০ ও ১৯৬০ সময়ের মধ্যে তিনি দুটি সফল বিক্ষোভের নেতৃত্ব দেন। ১৯৫৫ সালে তিনি বোস্টন বিশ^বিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে তার ঐতিহাসিক ভাষণের শিরোনাম ছিল : আই হ্যাভ এ ড্রিম। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। সফল এই রাজনীতিবিদ তার মন্ত্রমুগ্ধকর বক্তৃতা দিয়ে জনমনে স্থায়ী আসন করে নিয়েছিলেন। ১৯৬৮ সালের ৪ এপ্রিল শে^তাঙ্গ উগ্রপন্থি যুবক জেমস আর্ল রে নামক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মার্টিন মৃত্যুবরণ করেন।