কমনওয়েলথে সোনাজয়ী শুটার আতিকুর আর নেই
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান। বুধবার সকাল ১০টার দিকে তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারকে গুলি করে হত্যাশ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারকে গুলি করে হত্যা
১৯৯০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আবদুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছিলেন আতিকুর রহমান। একই গেমসে দুই শুটার অন্য একটি ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ। শুটিংয়ে সেটিই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পদক। এছাড়া বর্ণাঢ্য ক্যারিয়ারে সাফ গেমসে তিনি ৫টি সোনা জিতেছেন।
বাবাকে নিয়ে ডি মারিয়ার মেয়ের আবেগঘন পোস্টবাবাকে নিয়ে ডি মারিয়ার মেয়ের আবেগঘন পোস্ট
অবসর নেওয়ার পরও দেশের শুটিংয়ে নানা ভূমিকায় জড়িত ছিলেন আতিকুর। ২০১৪ সালে তিনি কণ্ঠনালির ক্যান্সারে আক্রান্ত হন। এক দশক ধরে তিনি এই ঘাতক ব্যধির সঙ্গে লড়াই করে আসছিলেন। শেষ পর্যন্ত তিনি হার মানলেন। চট্টগ্রাম থেকে উঠে আসা এই কৃতি শুটার মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।