চীনের প্রশংসায় পুতিন, নাখোশ বাইডেন
বিবিসি, সিএনএন:: ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধের গতকাল শুক্রবার এক বছর পূর্তি হয়েছে। দেশ দুটির মধ্যে চলমান এই সংঘাত বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা না গেলেও যুদ্ধ অবসানে ১২ দফা প্রস্তাব দিয়েছে চীন। দেশটির এমন প্রস্তাবে প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চীনের প্রস্তাবে বেজায় নাখোশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই নিয়ে রাশিয়ার পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিস্পত্তিতে বেইজিংয়ের প্রচেষ্টা মস্কো প্রশংসা করে। কিন্তু এই সংকটের যেকোনো সমাধান রাশিয়ান নিয়ন্ত্রিত ইউক্রেনীয় চার অঞ্চলের স্বীকৃতি দেওয়া উচিত।এই নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেনের সংঘাত নিষ্পত্তিতে আমাদের চীনা বন্ধুদের আন্তরিক ইচ্ছাকে আমরা আন্তরিকভাবে মূল্যায়ন করি। কিন্তু এই নিস্পত্তিতে চার অঞ্চলকে স্বীকৃতি দিতে হবে বলে জানান তিনি।
অন্যদিকে চীনের পরিকল্পনা নিয়ে গতকাল শুক্রবার এবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন এর (চীনা প্রস্তাব) প্রশংসা করেছেন তাহলে কীভাবে এটি ভালো হতে পারে?
চীনের দেওয়া ১২ দফা প্রস্তাবে দুই পক্ষকেই শান্তি আলোচনায় বসতে ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। বিবিসি বলছে, তবে চীনের প্রস্তাবে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের বিষয়ে কিছু বলা হয়নি।