এই দিনে:২৪ ফেব্রুয়ারি
শিক্ষাবিদ, চিন্তাবিদ ও গবেষক আহমদ শরীফের জন্ম চট্টগ্রামে ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি। তার বাবার নাম আবদুল আজিজ। পটিয়া হাইস্কুল ও চট্টগ্রাম কলেজের পাঠ শেষে ১৯৪৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা কলেজে বাংলার অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। কিছুদিন তিনি রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের কর্মসূচি নিয়ামক ছিলেন। ১৯৫০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গবেষণা সহকারী হিসেবে যোগ দেন এবং পরে শিক্ষক হন। মধ্যযুগের কবি সৈয়দ সুলতানের ওপর গবেষণা করে তিনি ১৯৬৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যকালের বিভিন্ন পর্যায়ে তিনি বাংলা বিভাগের চেয়ারম্যান, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য এবং শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। আজীবন তিনি পুঁথিচর্চা, গবেষণা ও সম্পাদনা করেছেন। বাংলা একাডেমির প্রথম প্রকাশিত গ্রন্থ ‘লায়লী-মজনু’ (১৯৫৭) তার সম্পাদনায় প্রকাশিত হয়। তিনি মধ্যযুগের চল্লিশটিরও বেশি কাব্যের পুঁথি সম্পাদনা করেছেন। তিনি তার গবেষণা ও ইতিহাস পর্যালোচনার মাধ্যমে মধ্যযুগের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানদের অবদানের যথার্থ পরিচয় তুলে ধরেন। তিনি ছিলেন যুক্তিনিষ্ঠ, বিজ্ঞানমনস্ক, মানবকল্যাণকামী ও প্রগতিশীল লেখক। ‘সাহিত্য ও সংস্কৃতি চিন্তা’, ‘স্বদেশ অন্বেষা’, ‘কালের দর্পণে স্বদেশ’, ‘মানবতা ও গণমুক্তি’, ‘বাঙলা বাঙালী ও বাঙালিত্ব’, ‘স্বদেশ চিন্তা’ ইত্যাদি তার মৌলিক গ্রন্থ। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।