অভিনেতা শাহনওয়াজ প্রধান আর নেই

প্রান্তডেস্ক: চলে গেলেন অভিনেতা শাহনওয়াজ প্রধান। তার বয়স হয়েছিল ৫৬ বছর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা।
জানা গেছে, মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড শো চলাকালীন তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। এরপর অভিনেতাকে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

টেলিভিশন জগতে পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। সম্প্রতি জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। একাধিক ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফ্যান্টম, রাইস, মির্জাপুর, টোটা ওয়েডস ময়নাসহ আরো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
শাহনওয়াজ প্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।