শৃঙ্খলা ভঙ্গ ::সারদায় প্রশিক্ষণরত ২৫০ এসআইকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
প্রান্তডেস্করাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণরত ২৫০ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। ৪ নভেম্বর এটি শেষ হওয়ার কথা ছিল।