আরও এক দেশে মারবার্গ ভাইরাস, ৫ জনের মৃত্যু

তানজানিয়ায় মারবার্গ ভাইরাসে পাঁচ জনের মৃত্যু প্রান্তডেস্ক: গিনির পর এবার আফ্রিকার আরও একটি দেশে মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে দেশটিতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকার দেশ গিনিতে মারবার্গ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব নিশ্চিত হওয়ার এক মাসের মাথায় তানজানিয়ায়ও এ রোগ ছড়িয়ে পড়ার খবর মিলেছে।
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় মারবার্গ ভাইরাসে আক্রান্ত আট রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া শনাক্ত রোগীদের সংস্পর্শে যাওয়া ১৬১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জাতিসংঘের এ সংস্থাটি আরও জানায়, মারবার্গ আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই রোগীরা জ্বর, বমি, রক্ত ক্ষরণ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃতদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী রয়েছেন।
আফ্রিকায় নিযুক্ত ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেছেন, ‘ভাইরাসটির বিস্তার রোধে নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্রুত বাড়াতে আমরা তানজানিয়া সরকারের সঙ্গে কাজ করছি।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মারবার্গ ইবোলার জন্য দায়ী একই ভাইরাস পরিবার থেকে এবং ফল খাওয়া বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। ছোঁয়াছে এ রোগটিতে মৃত্যুর হার ৮৮ শতাংশ।