খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৩৭ বার পঠিত

কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া পাঞ্জাবি ভাষার ‘চৌধুরী কর্নেল সিং’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। প্রেম চোপড়া ৬০ বছরেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার খ্যাতনামা একজন ভিলেন। তিনি ৩৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এবং ১৯৬০–৭০-এর দশকে প্রধানত খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘শহীদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘দো রাসতে’ (১৯৬৯), ‘কাটি পতঙ্গ’ (১৯৭০), ‘ববি’ (১৯৭৩), ‘দো আনজানে’ (১৯৭৬), ‘দোস্তানা’ (১৯৮০), ‘ক্রান্তি’ (১৯৮১) প্রভৃতি।

