বিজ্ঞানের জন্য শহীদ বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো
প্রকাশিত হয়েছে : ২৮ জুন, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৯ বার পঠিত
জিওর্দানো ব্রুনো। বিজ্ঞানের জন্য শহীদ যে বিজ্ঞানী । সত্যের প্রতি অবিচল থাকার কারণে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিলো। জন্ম দক্ষিণ ইতালির নোলা নগরে ১৫৪৮ খ্রিস্টাব্দে, কোপার্নিকাসের মৃত্যুর ৫ বছর পরে। কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা সংক্রান্ত বইটির নাম অরবিয়াম। বইটি ১৫৫৯ সালে প্রকাশের পর জিওর্দানো তা প্রচারে নামেন। উক্ত মতবাদ প্রচারের জন্য সবই ছেড়ে দিয়ে পরিণত হলেন এক যাযাবর পথিকে। রোমের ধর্মযাজক এই মতবাদের বিরোধীতা করে তাকে ফাঁদে ফেলে দণ্ডিত করেন। উক্ত দণ্ড কার্যকর করার জন্য ব্রুনোকে নিয়ে যাওয়া হল রোমের বধ্যভূমিতে। আনুষ্ঠানিক পোশাকে শত-শত যাজক তখন মৃত্যুকালীন স্তব গাইতে লাগল। খুঁটিতে বাঁধার আগে মুক্তিলাভের সুযোগ [তার তত্ত্ব ভুল স্বীকারের জন্য] দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর ১৬০০ সালের ১৭ ফেব্রুয়ারিতে একটি মঞ্চে খুঁটিতে বেঁধে ব্রুনোকে পুড়িয়ে মারা হয়।মধ্যযুগীয় কুসংস্কার, হাজার বছরের পুরনো চিন্তার-দাসত্ব থেকে বের করে মানুষকে বিজ্ঞানের আলোয় নিয়ে আসতে সংগ্রাম শুরু করেছিলেন জিওর্দানো ব্রুনো। মানুষকে বোঝাতে চেয়েছিলেন সে স্থির বা স্থবির নয়, সে মহাজাগতিক পথের পথিক। এরই পরিণতিতে খ্রিস্টীয় চার্চ তাঁকে এভাবে পুড়িয়ে মারে। ব্রুনোকে পুড়িয়ে মারার এই দিনটিকে আমরা স্মরণ করি না কেন? কোন দেশ ও জাতির জন্য তিনি প্রাণ দেননি বলে। বিজ্ঞানের জন্য প্রাণ দিয়েছেন, যে-বিজ্ঞান মানুষের জীবন-যাপনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে বৃহত্তর মানবতার, পুরো মানবজাতিকে এগিয়ে নিয়ে নক্ষত্রে যাবার…
][সূত্র-উইকি][

