চিরায়ত লোকসংস্কৃতি বিকাশে কাজ করব আমরা: মেয়র আনোয়ারুজ্জামান
প্রান্তডেস্ক:সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আামাদের সংস্কৃতির ভাণ্ডার সমৃদ্ধ । আর সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশে আমরা ঐক্যবদ্ধ। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে পিঠাপুলির উৎসব অন্যতম গুরুত্বপূর্ণ।’
সোমবার (৫ ফেব্রুয়ারী) সন্ধায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্ছে জেলা শিল্পকলা একাডেমির জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলায় আয়োজিত ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
সিলেট সিটি করপোরেশনের ( সিসিক)মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে চাই। তাই সকলে সম্মিলিতভাবে বাঙালির চিরায়ত লোকসংস্কৃতি বিকাশে আমরা কাজ করবো।’
পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে দলীয় পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, আরকুম শাহ শিল্পীগোষ্ঠী, রাধারমণ স্মৃতি তর্পণ, অনির্বাণ শিল্পী সংগঠন, সারেগামাপা, গীতাঞ্জলি, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, তারুণ্য, সিলেট নৃত্যালয় ও নৃত্যরথ। একক পরিবেশনায় অংশ নেন, হিমাংশু বিশ্বাস, বিরহী কালা মিয়া, বিধু ভূষণ ভট্টাচার্য্য, খোকন ফকির, বাবুল সরকার, ইকবাল সাঁই, সোমা নাগ, বিমলেন্দু দাশ, পল্লবী দাস মৌ, মো: ফয়সাল, আশরাফুল ইসলাম অনি, মৃন্ময়ী রায় মীম, প্রমি দে, অর্পিতা দে।