বিএসএফ’র গুলিতে নিহত সেই ফেলানীর ভাইকে চাকরি দিলো বিজিবি
প্রান্তডেস্ক:কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই মো. আরফান হোসেনকে বিজিবি’র ১০৪ তম ব্যাচে চাকরি দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম তার হাতে ১৫ ব্যাটালিয়নের বিজিবি সৈনিক এর নিয়োগ পত্র তুলে দেন। বিজিবি’র চাকরি পেয়ে সীমান্তে নিরাপদ ও দেশ রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা নেন তিনি।
বিজিবি’র ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, ফেলানীর পরিবারের পাশে বিজিবি সবসময় দাঁড়িয়েছে। ১০৪ তম ব্যাচে সৈনিক পদে আরফান নিজ যোগ্যতায় চাকরি পাওয়ায় খুশি বিজিবি। পাশাপাশি আরফান ও তার বাবা নুর ইসলাম নুরুসহ তাদের পরিবারও খুশি।
উল্লেখ্য, ২০১১ সালে ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হয় ১৫ বছরের কিশোরী ফেলানী। সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয় তার মরদেহ। হত্যার মর্মস্পর্শী দৃশ্যে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিলো। ভারত সরকার তাদের দেশের আদালতে বিচার করায় হত্যাকারী বার বার খালাস পায়। বিচার না পেয়ে হতাশ হয় ফেলানীর পরিবার। তবে নিহত ফেলানীর পরিবারের পাশে দাড়ায় বিজিবি। বিজিবি’র পক্ষ থেকে তার বাবাকে ব্যবসার জন্য দোকান ঘর তৈরির পাশাপাশি দেয়া হয় বিভিন্ন সহায়তা। এরই ধারাবাহিকতায় বিজিবি তার পরিবারের দিক বিবেচনা করে আরফানকে বিজিবি’র ১০৪ তম ব্যাচ এ সৈনিক হিসাবে যোগদান করান।

