অনুসন্ধান–১ জুলাই গণ-অভ্যুত্থান শহীদ ১০ নারী, প্রথম মৃত্যু নাঈমার

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রথম নারী নাঈমা সুলতানা। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল পাঁচটার দিকে রাজধানীর উত্তরার বাসার বারান্দায় শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। এর পাঁচ দিন পর ২৫ জুলাই ছিল তার ১৫তম জন্মবার্ষিকী।
এখন পর্যন্ত সরকার মোট ৮৪৪ জন শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। এর মধ্যে ৬ থেকে ৬০ বছর বয়সী ১০ জন নারীর নাম রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের করা পৃথক তালিকাতেও এই ১০ জনের নাম শহীদ হিসেবে উল্লেখ রয়েছে। তবে এই ১০ জনের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে।
৫ জুলাই কথা হয় নাঈমার মা আইনুন নাহারের সঙ্গে। তিনি জানান, ভালো পড়ালেখার জন্য সন্তানদের ঢাকার স্কুল-কলেজে ভর্তি করা হয়েছে। তাঁর স্বামী গ্রামে থাকেন। আর উত্তরার ৯ নম্বর সেক্টরের পাঁচতলা একটি ভবনের চারতলায় সন্তানদের নিয়ে থাকেন তিনি।
শহীদ ১০ জন নারীর মধ্যে ৭ জন ঢাকায়, ২ জন নারায়ণগঞ্জে ও ১ জন সাভারে গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে ৭ জনই গুলিবিদ্ধ হন নিজ বাসার বারান্দা ও ছাদে। ৩ জন গুলিবিদ্ধ হয়েছিলেন সড়কে।
এখন পর্যন্ত সরকার মোট ৮৪৪ জন শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। এর মধ্যে ৬ থেকে ৬০ বছর বয়সী ১০ জন নারীর নাম রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের করা পৃথক তালিকাতেও এই ১০ জনের নাম শহীদ হিসেবে উল্লেখ রয়েছে। তবে এই ১০ জনের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে।
নাঈমাসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া নারীরা হলেন মায়া ইসলাম (৬০), শাহিনুর বেগম (৫৫), নাছিমা আক্তার (২৪), মেহেরুন নেছা (২২), লিজা আক্তার (২১), সুমাইয়া আক্তার (২০), নাফিসা হোসেন মারওয়া (১৭), রিতা আক্তার (১৭) ও রিয়া গোপ (৬)। তাঁদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী, দুজন কর্মজীবী, দুজন গৃহবধূ। একজন শিক্ষা বা প্রাতিষ্ঠানিক কোনো কাজে ছিলেন না।
শহীদ ১০ জন নারীর মধ্যে ৭ জন ঢাকায়, ২ জন নারায়ণগঞ্জে ও ১ জন সাভারে গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে ৭ জনই গুলিবিদ্ধ হন নিজ বাসার বারান্দা ও ছাদে। ৩ জন গুলিবিদ্ধ হয়েছিলেন সড়কে।

প্রথমে গুলিবিদ্ধ হন গৃহকর্মী লিজা আক্তার। ঘটনার তিন দিন পর তাঁর মৃত্যু হয়। প্রথম মৃত্যু শিক্ষার্থী নাঈমার—১৯ জুলাই। একই দিন গুলিবিদ্ধ হন মায়া ইসলাম, রিয়া গোপ, নাছিমা আক্তার।
৫ আগস্ট সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মেহেরুন নেছা। একই দিন দুপুরে ও বিকেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আরও দুই শিক্ষার্থীর—রিতা আক্তার ও নাফিসা হোসেন মারওয়া। সর্বশেষ মৃত্যু শাহিনুর বেগমের। তিনি ২২ জুলাই গুলিবিদ্ধ হয়েছিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ সেপ্টেম্বর। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রথম আলো শহীদ এই ১০ নারীর পরিবারের সঙ্গে কথা বলেছে।
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ১ জুলাই থেকে ৩৬ দিনব্যাপী (মাঝে বিরতি দিয়ে) অনুষ্ঠানসূচি পালন করছে অন্তর্বর্তী সরকার, চলবে ৫ আগস্ট পর্যন্ত। জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালায় আজ ১৪ জুলাই ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ স্লোগানে দেশজুড়ে পালন করা হবে ‘জুলাই উইমেন্স ডে’।
আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধের মতো জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক রিয়া গোপ। ছয় বছরের এই শিশুর মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে দেশের মানুষকে। দীপক কুমার গোপ ও বিউটি ঘো%B