হোস্টেল না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের
প্রান্তডেস্ক:দাবি মেনে নেওয়ার স্পষ্ট আশ্বাস না মেলায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনের হোস্টেল ত্যাগের নির্দেশ সত্ত্বেও তাঁরা হলে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে কলেজ অধ্যক্ষ ডা. মো. কামরুল আলমের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রশাসনের সদিচ্ছা দেখতে না পাওয়ায় আন্দোলন থেকে সরে আসছেন না শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ব্যাচ-কে ৭৯ এর আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মন্ত্রণালয়ের টিমের সদস্যরা যদি সোমবার ১২টার মধ্যে ঝুঁকিপূর্ণ হল পরিদর্শনে না আসেন, তাহলে আন্দোলন আরও কঠোর হবে।”
অন্যদিকে কলেজ অধ্যক্ষ ডা. কামরুল আলম সাংবাদিকদের বলেন, “ছাত্ররা আজকেই একটি হল পেতে চায়, যা বাস্তবসম্মত নয়। তবে আমরা তাদের দাবির সঙ্গে একমত। কিছুটা সময় লাগবে। আমরা আশা করি, ছাত্ররা একাডেমিক কার্যক্রমে ফিরে আসবে।”
এর আগে শনিবার জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল সভায় মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হোস্টেল ছাড়ছেন না।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছেন তাঁরা। ছাদের পলেস্তরা খসে পড়া, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাঁদের। এ অবস্থায় তারা পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন।
দাবিসমূহ:
১. নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস করতে হবে।
২. ছাত্রাবাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩. নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করতে হবে।
৪. আবাসন ও অ্যাকাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন করতে হবে ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৫. সব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি শিক্ষার্থীদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য শিক্ষার্থী প্রতিনিধি ঠিক করতে হবে।