এই দিনে ১০ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬ বার পঠিত

২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশবিরোধী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। তার জন্ম ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে। আইনজীবী বাবার সান্নিধ্যে তার বিপ্লবী চেতনার উন্মেষ ঘটে। ব্রিটিশদের আটককেন্দ্রে বন্দি অবস্থায়ই তিনি প্রথম শ্রেণিতে আইএ ও বিএ পাস করেন। ১৯৩০ সালে সূর্য সেনের অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে তিনি ছিলেন অন্যতম সহযোগী। চট্টগ্রামকে তিন দিন স্বাধীন রাখা, টেলিগ্রাফ অফিস ধ্বংস করা, অক্সিলারি ফোর্সের সব অস্ত্র লুট সবকিছুতেই তার অবদান ছিল। ব্রিটিশ বাহিনী পাল্টা আঘাত হানলে বিনোদবিহারী ও তার দল বীরত্বের সঙ্গে জালালাবাদ পাহাড়ে যুদ্ধ চালায়। ১৯৩৩ সালে গ্রেপ্তার হন। পাঁচ বছর পর মুক্তি পেলেও এক বছর নজরবন্দি থাকেন এবং ১৯৪১ সালের মে মাসে গান্ধীজির ‘ভারত ছাড়’ আন্দোলনে যোগদানের প্রস্তুতিকালে ফের গ্রেপ্তার হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইনসভার সদস্য হিসেবে তিনি ২১ ফেব্রুয়ারি অ্যাসেম্বলিতে গিয়ে পাকিস্তান বাহিনীর হত্যার ঘটনা তোলেন এবং সারা বিশ্বকে সে বার্তা দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও ভারতে গিয়ে তরুণ যোদ্ধাদের সংগঠিত করেন। পত্রিকার সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন ও চট্টগ্রাম কোর্টের আইনজীবী হিসেবে অনুশীলন শুরু করে শেষে তিনি শিক্ষকতা পেশায় স্থির হয়েছিলেন। ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন।