সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ | সংবাদটি ২৮ বার পঠিত
প্রান্তডেস্ক:সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে সুনামগঞ্জে। শুক্রবার দুপুরে পুরাতন বাস স্টেশন থেকে শহরে একটি র্যালি বের করেন নেতাকর্মীরা। শহর প্রদক্ষিণ শেষে হোসেন বখত চত্ত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল। এর আগে শহরের পুরাতন বাস স্টেশনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ বিভিন্ন পর্যায়ের নেতার বক্তব্য রাখেন।