সিটিটিসি কর্মকর্তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সিটিটিসি কর্মকর্তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত
প্রান্তডেস্ক:ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এই প্রথমবারের মতো তিনি পুলিশের সিটিটিসি ইউনিটে যান। গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসি কার্যালয়ে গেলে সিটিটিসি’র প্রধান মো. আসাদুজ্জামান ও এপিবিএন’র ডিআইজি মোল্লা নজরুল ইসলাম তাকে স্বাগত জানান। এ সময় তিনি সিটিটিসি’র কম্পাউন্ড ঘুরে দেখেন। পরে ওই ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামানের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়। দুইজনের বৈঠকে আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ, বৈশ্বিক সাইবার হুমকি, জঙ্গিবাদ, আমেরিকায় সিটিটিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, সিটিটিসি’র অনেক কর্মকর্তা জঙ্গিবাদ দমনে আমেরিকায় প্রশিক্ষণ নিয়েছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাককে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।পিটার হাস সিটিটিসি ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বর্তমানে কী কার্যক্রম চালাচ্ছে এ বিষয়ে জানতে চেয়েছেন। তারা খোলাখুলিভাবে সব কার্যক্রমগুলো তার সামনে তুলে ধরেছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএমপি’র সিটিটিসি’র ডিসি মো. কামরুজ্জামান, সিটিটিসি’র ডিসি মিশুক চাকমা ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।