নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত
প্রান্তডেস্ক:সিলেট-ঢাকা মহাসড়কের যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।গতকাল (২০ আগস্ট,রোববার) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী এক বাস নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি পরীমল চন্দ্র দেব বলেন, প্রচণ্ড গরমে সড়কের বিটুমিন গলে গেছে। সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়েছিল। সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালেপাঠিয়েছেন।