গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৫ বার পঠিত
সংগৃহীত ছবি
এর আগে বিকাল ৩টা ১১ মিনিটে মেয়র পদে মা জায়েদা খাতুনের নামে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর। গতকাল জাহাঙ্গীর ও তার মায়ের জন্য কর্মীরা দুটি মনোনয়নপত্র তুলেছিলেন বলে জাহাঙ্গীর গণমাধ্যমকে জানিয়েছিলেন।
আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।
নানা অভিযোগে ২০২১ সালের নভেম্বরে গাজীপুর সিটির মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে তাকে শর্তসাপেক্ষে ক্ষমাও করে আওয়ামী লীগ।

