আরেক মামলায় রিজভীর জামিন, কারামুক্তিতে বাধা নেই
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৯ বার পঠিত
প্রান্তডেস্ক: গোপালগঞ্জে মানহানির অভিযোগে করা এক মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জামিন পেয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া অর্ধশতাধিক মামলার সব কটিতে তিনি জামিন পেলেন। এতে তার কারামুক্তিতে বাধা নেই।বিষয়টি নিশ্চিত করে রিজভী আহমেদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গোপালগঞ্জের একটি সিআর মামলায় রিজভী জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে হওয়া সব মামলায় তিনি জামিন পেলেন। এখন তারা কারামুক্তিতে কোনও বাধা নেই।

