বিএনপির ইফতারে সাংবাদিকদের ওপর হামলা, ডিইউজের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৮ বার পঠিত
প্রান্তডেস্ক:বিএনপির ইফতারে দাওয়াত দিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সাংবাদিক নেতারা বলেন, বিএনপির সংবাদ সংগ্রহকালে প্রায়শই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। দলটির পক্ষ থেকে গত শুক্রবার রাজধানীর মিরপুরে এক ইফতার আয়োজনে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। সংবাদ সংগ্রহকালে বিএনপির নেতা-কর্মীরা দলটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলা চালান। এমন ন্যক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করবে।
নেতারা আরো বলেন, বিএনপির শীর্ষ নেতারা যখন সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন, আবার একই সময়ে সাংবাদিকদের ওপর হামলা চালান, তখন তাদের আসল রূপ ফুটে ওঠে।
অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মতো যেকোনো পদক্ষেপ মোকাবেলায় ডিইউজের সংগ্রাম অব্যাহত থাকবে।

