প্রবাসী স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৪ মার্চ, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৭ বার পঠিত
গ্রেফতার হওয়া আলেয়া বেগম।
প্রান্তডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এক প্রবাসীকে হত্যার অভিযোগে তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি গ্রামের ওমান প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। শনিবার (৪ মার্চ) সকালে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার নবীগঞ্জ থানা পুলিশ আব্দুর রহমানের (৬০) বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।