প্রান্তডেস্ক: কলকাতার বাংলা ভাষাভাষিদের মতোই বাংলাদেশে নচিকেতা চক্রবর্তীর তুমুল জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘ ৬ বছর পর এলেন তিনি বাংলাদেশে। এবার একটি কনসার্টে যোগ দিতে এসেছিলেন। পাশাপাশি সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর-সংগীতে গাইলেন গান।গত মঙ্গলবার গান-গল্প আড্ডার মাঝেই গানের রেকর্ডিং অনুষ্ঠিত হয়। গানটিতে ব্যবহূত হয়েছে নচিকেতার একটি কবিতাও। ঢাকায় নচিকেতার বেশ কিছু কাছের মানুষ রয়েছে। এর ভেতরে জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী অন্যতম। রবি চৌধুরী নচিকেতাকে পিতা বলে সম্বোধন করেন, অন্যদিকে নচিকেতা রবিকে পুত্র।রবি চৌধুরী বলেন, ‘ঢাকায় নেমে বাবা আমাকেই খোঁজ করেন প্রথম। এবার আমার জন্য ঢাকা নিয়ে একটি গান লিখেছেন। এর বাইরে আরও অনেক গান লিখেছেন। সব গানই রিলিজ করবো। গানের কথাগুলো এমন-বাংলাদেশ মানে ঢাকা/বাংলাদেশ মানে জীবনানন্দের কবিতার জল ছবি আঁকা/ বাংলাদেশ মানে ঢাকা। নচিকেতার গান মানেই অন্যরকম মাদকতা। আমার জন্য এ এক দারুণ উপহার।’ কৌশিক হোসেন তাপস ও নচিকেতা চক্রবর্তী
গান বাংলার রাতের আড্ডায় কৌশিক হোসেন তাপসের সুরে গান বাঁধার সময় এই ত্রয়ী ফ্রেমটা তৈরি হলো। নচিকেতাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপস। অন্যদিকে তাপসের সঙ্গে গান-আড্ডায় মেতে উঠলেন নচিকেতাও।
তাপস বলেন, ‘স্বপ্নটা সত্যি হচ্ছে। আমি নচিকেতার দারুণ ভক্ত। তার গান বাংলা গানকে সমৃদ্ধ করেছে, আমার মতো বহু তাপসকে, এমনকি যারা বাংলা গানকে ভালোবাসে তাদের হয়তো বাঁচিয়ে রেখেছে তার গানের একটি কথা। নচিকেতাকে পেয়ে কে কী করেছে জানি না, আমি কী করতে চাই তা আসলে কাজের মধ্য দিয়েই প্রকাশিত হোক। তিনি যদি আমার গান গ্রহণ করেন তাহলে একসঙ্গে আরও অনেক কিছু করার প্রত্যাশা রাখছি।’