আজ টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রীশর্মিলী আহমেদ’র মহাপ্রয়াণ দিবস
প্রান্তডেস্ক: শর্মিলী আহমেদ (৮ মে ১৯৪৭—৮ জুলাই ২০২২) ছিলেন একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬৪ সালে তিনি অভিনয়ে কর্মজীবন শুরু করেছিলেন।
কর্মজীবন
আহমেদ ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।
ব্যক্তিগত জীবন
আহমেদ মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন।
আহমদের তানিমা নামের একটি মেয়ে আছে। তার ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি থিয়েটার অভিনয় করেন।
উল্লেখযোগ্য কাজ
টেলিভিশন
চলচ্চিত্র
- সুয়োরাণী দুয়োরাণী (১৯৬৮)
- আবির্ভাব (১৯৬৮) – লুনা চৌধুরী
- আলিঙ্গন (১৯৬৯)
- পলাতক (১৯৭৩)
- আগুন (১৯৭৬)
- বসুন্ধরা (১৯৭৭)
- রূপালী সৈকতে (১৯৭৯)
- আশার আলো (১৯৮২)
- দহন (১৯৮৫) – আসমা (মিসেস মুস্তাক)
- ত্যাগ (১৯৯৩) – রায়হানের মা
- বিক্ষোভ (১৯৯৪)
- প্রেমযুদ্ধ (১৯৯৪)
- তোমাকে চাই (১৯৯৬) – সাগরের মা
- হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)
- আমি তোমারি (১৯৯৯)
- সবাইতো সুখী হতে চায় (২০০০)
- ধাওয়া (২০০০)
- মিলন হবে কত দিনে (২০০২)
- স্বামী ছিনতাই (২০০৪)
- মহব্বত জিন্দাবাদ (২০০৫)
- ভালবাসা ভালবাসা (২০০৬)
- না বোলনা (২০০৬)
- চাচ্চু (২০০৬)
- জজের রায়ে ফাঁসি (২০০৭)
- ঝন্টু মন্টু দুই ভাই (২০০৭)
- দুঃখিনী জোহরা (২০০৭)
- টিপ টিপ বৃষ্টি (২০০৮)
- আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
- স্বামী নিয়ে যুদ্ধ (২০০৮)
- গোলাপী এখন বিলাতে (২০১০)
- মাটির ঠিকানা (২০১১)
- মেহেরজান (২০১১) – মেহেরের মা
- মনের জ্বালা (২০১১)
- সে আমার মন কেড়েছে (২০১২)
- আকাশ কত দূরে (২০১৪)
- প্রেম করবো তোমার সাথে (২০১৪)
- স্বর্গ থেকে নরক (২০১৫)
- অচেনা হৃদয় (২০১৫)
- এক পৃথিবী প্রেম (২০১৬)
- রাত জাগা ফুল (২০২১)
পুরস্কার ও সম্মাননা
বাচসাস পুরস্কার
- বিজয়ী : শ্রেষ্ঠ পার্শচরিত্র অভিনেত্রী – দহন (১৯৮৫)