শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বুঝবেন কী ভাবে?
পেশিতে ব্যথা
শারীরিক ক্লান্তি
ক্যালসিয়ামের অভাব হলে চরম ক্লান্তি ভাব আসতে পারে। সব সময় আলস্য বোধ হতে পারে। এর প্রভাবে অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া হালকা মাথাব্যথা, মাথা ঘোরা, মনোযোগের অভাব, ভুলে যাওয়ার মতো লক্ষণও প্রকাশ পেতে পারে।
ত্বকে লক্ষণ
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে ত্বক শুষ্ক হয়ে, নখ ভেঙে যাওয়া, অত্যধিক হারে চুল ঝরা, এগজিমা, ত্বকের প্রদাহ এমনকি সোরিয়াসিসের মতো সমস্যাও হতে পারে।
হাড়ের সমস্যা
শরীরে ক্যালসিয়ামের সামগ্রিক মাত্রা কমে গেলে, সবচেয়ে বেশি প্রভাব পড়ে হাড়ের ওপর। কারণ হাড়ের স্বাস্থ্য ভাল থাকে ক্যালসিয়ামের গুণে। ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে হাড় দুর্বল হয়ে পড়ে। এর ফলে অস্টিওপোরোসিস রোগ বাসা বাঁধে শরীরে।