এবার যারা পাচ্ছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার
ফজলুল হক
খ্যাতিমান সাংবাদিক, চলচ্চিত্রকার ও প্রযোজক ফজলুল হক প্রয়াত হন ২০০৩ সালে ২৬ অক্টোবর। জন্ম তার বগুড়ায়। তার স্ত্রী বিখ্যাত উপন্যাসিক রাবেয়া খাতুন। তার ছেলে ফরিদুর রেজা সাগর। মেয়ে রন্ধন শিল্পী কেকা ফেরদৌসী।এদিকে ফজলুক হক ও রাবেয়া খাতুন দম্পতির বড় ছেলে ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বাবার নামে প্রতি বছর এই দিনে
ফজলুল হক স্মৃতি পুরস্কার- প্রদান করেন। নিয়মিত আয়োজন করায় আপ্লুত বহু গুণীজন।