ওসমানী নগরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রান্তডেস্ক: সিলেটের ওসমানী নগরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার গহনাঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
ফায়ার ব্রিগেড স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গহনাঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বিরতিহীন বাস (সিলেট-হ-১১-৬৭৯৫) মোটরসাইকেলকে সামনাসামনি চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী জাহেদ ও রেদওয়ান গুরুতর আহত হন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাজপুর ফায়ার ব্রিগেডের সদ্যসরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জাহেদ মারা যান। মুমূর্ষু অবস্থায় রেদওয়ান হাসপাতালে ভর্তি করা হলে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন রেদওয়ানও মারা যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসচাপায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী দুজনই মারা গেছেন। ঘাতক বাসটিকে আটকের ব্যবস্থা চলছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।