কড়াইল বস্তিতে আগুন,
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৫২ বার পঠিত

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, কড়াইল বস্তিতে আজ বিকেলে সাড়ে ৪টায় আগুন লাগার খবর পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।