কেন স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হচ্ছে ম্যারাডোনার মূর্তি?

১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলে ক্লাবটিকে বিশ্বমঞ্চে নিয়ে যান ম্যারাডোনা। এই ক্লাবের হয়ে তিনি দুটি লিগ শিরোপা এবং একটি উয়েফা কাপও জেতেন।
এ ব্যাপারে নাপোলির সিটি কাউন্সিলের বরাত দিয়ে এএনএসএ জানিয়েছে, ব্রোঞ্জের তৈরি মূর্তিটির মূল্য বিচার করে এটি জনসমক্ষে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাতা ডমেনিকো সেপেকে মূর্তিটি ফিরিয়ে দেওয়া হবে। মূর্তিটি বানাতে শুধু কাঁচামাল বাবদই প্রায় ৩০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা) খরচ হয়েছে বলে জানানো হয়। এর বাইরে অন্যান্য খরচ তো আছেই।
দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামের সামনে মূর্তিটি স্থাপন করা হয়েছিল ২০২১ সালে নাপোলি শহরের মেয়র গায়েতানো মানফ্রেদি ও ক্লাবটির চেয়ারম্যান অঁরেলিও দি লরেন্তিসের উপস্থিতিতে। তবে এখন তা নির্মাতাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নাপোলির পাশের শহর কাসালনুয়োভোর কাউন্সিল বলেছে, নাপোলসবাসী মূর্তিটি না চাইলে তারা কিনতে আগ্রহী।
এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, মূর্তিটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতালির সংবাদমাধ্যম মাত্তিনো থেকে জেনেছেন ডমেনিকো সেপে। কিন্তু তিনি মূর্তিটি ফেরত নিতে অনিচ্ছুক।