আগামী নির্বাচন সুষ্ঠু হবে: মার্কিন কংগ্রেসম্যানকে পররাষ্ট্রমন্ত্রী
প্রান্তডেস্ক:বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’ স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের কংগ্রেসম্যান ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাংকিং সদস্য গ্রেগরি মিকস এর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান। এ সময় তিনি র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও জানান।
বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ), তৌফিক ইসলাম শাতিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে মার্কিন কংগ্রেসম্যানের সাহায্যও চান পররাষ্ট্রমন্ত্রী।
র্যাবকে অত্যন্ত দক্ষ আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সহিংস চরমপন্থা, মাদক নিয়ন্ত্রণ ও মানব পাচারসহ আন্তর্জাতিক অপরাধ দমন ও নির্মূলে দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে র্যাব। র্যাব সুশৃঙ্খল বাহিনী। তাই র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাই।’ এ সময় মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিকসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।