প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৭০ বার পঠিত
প্রান্তডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী হারজিৎ সিং সজ্জন।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।
তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পৌঁছান হারজিৎ সিং সজ্জন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে হারজিৎ সিং আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও কানাডার অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প তিনি পরিদর্শন করবেন।