প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ-ডোনার সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৪৭ বার পঠিত
প্রান্তডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তারা।
এর আগে, বৃহস্পতিবার সকালে সৌরভ গাঙ্গুলী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর বিকেল ৩টায় রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেন।
সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে প্রতিযোগিতার বড় চমক বলেই দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।