যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৭
প্রান্তডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় দুই বছরের এক শিশু ও তার মাসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কিশোরও রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফিলাডেলফিয়ার পুলিশপ্রধান এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ার পুলিশপ্রধান ড্যানিয়েল আউট’ল জানান, হামলায় আরও কয়েকজন কিশোর আহত হয়েছে। এদের মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধায় একটি প্রাথমিক স্কুলের সামনে তিন বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।