মেয়র কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করবেন সৌরভ গাঙ্গুলি
প্রান্তডেস্ক: ঢাকাউত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র কাপ টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করবেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
রাজধানীর হোটেল ওয়েস্টিনে বৃহস্পতিবার বেলা ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সাবেক এ সভাপতি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে জানান, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন। এতে লোগো ও ট্রফি উন্মোচন করবেন ভারতের তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।উদ্বোধন অনুষ্ঠান এক ঘণ্টার মতো স্থায়ী হবে জানিয়ে মকবুল আরও বলেন, টুর্নামেন্টের সময়সূচি আজই প্রকাশ করা হবে।ডিএনসিসি মেয়র কাপে বিগত আয়োজনগুলোতে তিনটি ইভেন্ট (ক্রিকেট, ফুটবল ও ভলিবল) ছিল।ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৫৪টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল এতে অংশ নেয়।ডিএনসিসির আওতাভুক্ত এলাকার লোকজন নিজস্ব ওয়ার্ডের দলের হয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারেন।