আবারও বিশ্বে আলোড়ন জাগাবে মসলিন::বস্ত্র ও পাটমন্ত্রী

প্রান্তডেস্ক:ঐহিত্যবাহী মসলিন কাপড়ের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ ও পেটেন্ট অর্জিত হওয়ায় উন্নয়ন ও সম্প্রসারণের সম্ভাবনা বেড়েছে। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে উদ্যোগ নিলে আবারও ঢাকাই মসলিন বিশ্বে আলোড়ন জাগাবে বলে মনে করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মঙ্গলবার (১৬ মে) রাজধানীর আগারগাঁও পর্যটন করপোরেশন সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিন সুতা ও কাপড় পুনরুদ্ধার এবং এ খাতে উদ্যোক্তাদের বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মসলিনের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ ও পেটেন্ট অর্জিত হওয়ায় দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এ প্রকল্পটি জনপ্রশাসন পদক-২০২১ লাভ করেছে। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমাদের এ অর্জন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগ নিতে হবে। আমার বিশ্বাস, আমাদের সক্রিয় উদ্যোগের মাধ্যমে বাংলার সোনালী ঐতিহ্য ঢাকাই মসলিন আবারও বিশ্ব আলোড়ন জাগাতে সক্ষম হবে।’
মন্ত্রী বলেন, ‘এক সময় এদেশের তৈরি মসলিনের বিশ্বে কদর ছিল। বিভিন্ন কারণে প্রায় ১৭০ বছর আগে এ গৌরব হারিয়ে যায়। কিন্তু ঢাকাই মসলিন পুনরুদ্ধারে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি প্রকল্প গ্রহণ করা হয়। বাংলাদেশ তাঁত বোর্ডের এ প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া সোনালি ঐতিহ্য ও বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড পুনরুদ্ধার করে হারানো গৌরব ফিরিয়ে আনা হয়েছে।