চলে গেলেন প্রযোজক-পরিচালক রুহল আমিন বাবুল
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৭ বার পঠিত

তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সুপারহিট ছবি। সর্বশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ (১৯৯৮) প্রযোজনা করেছিলেন। আজ রোববার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ১৯৭৮ সালে চলচ্চিত্র অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে) নামে দুই কন্যা সন্তান রয়েছে।

