মোসাদের নতুন প্রধান কে এই রোমান গফম্যান
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৪ বার পঠিত

কে এই রোমান গফম্যান?
১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া গফম্যান মাত্র ১৪ বছর বয়সে ইসরায়েলে অভিবাসন করেন।
১৯৯৫ সালে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে দীর্ঘ ক্যারিয়ারে তিনি আর্মর্ড কর্পসের যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন ও ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, গা’আশ ফরমেশনের কর্মকর্তা এবং ২১০ নম্বর ‘হাবাশেন’ ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরে ২০২৪ সালের এপ্রিলে তিনি নেতানিয়াহুর কার্যালয়ে সামরিক সচিব হিসেবে যোগ দেন। এর আগে শিন বেতের প্রধান হিসেবে ধর্মীয় জায়নিস্ট পটভূমির ডেভিড জিনিকে নিয়োগ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নেতানিয়াহু। এবার মোসাদের প্রধান পদেও তিনি তার জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির ঘনিষ্ঠ একজনকে বেছে নিলেন।
ডেভিড জিনির মতো গফম্যানও মোসাদ সংস্থার ভেতর থেকে উঠে আসেননি। তবে তার নিয়োগ জিনির মতো বড় কোনো রাজনৈতিক বিতর্ক তৈরি করেনি।
সরকারের প্রতিক্রিয়া
বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ ৭ অক্টোবরের হামলার গোয়েন্দা ব্যর্থতার জন্য দায়ি নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ ফিলিস্তিনি অঞ্চলগুলো মোসাদের নিয়মিত কার্যপরিধির বাইরে। অপরদিকে শিন বেত ও আমান (সামরিক গোয়েন্দা) নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে ইতোমধ্যে পদত্যাগ করেছে। ৭ অক্টোবরের পর শুরু হওয়া চলমান বহুমুখী যুদ্ধে ইসরায়েলি সমাজে মোসাদকে আরও কার্যকর ও আলাদা একটি শক্তিশালী সংস্থা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : এএফপি

