জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ চীন, রাষ্ট্রদূতকে তলব

প্রান্তডেস্ক:তাইওয়ান সম্পর্কে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে জাপানে জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানের সংসদে বলেছেন, তাইওয়ানের ওপর সশস্ত্র আক্রমণের ফলে ‘সম্মিলিত আত্মরক্ষার’ অধীনে দ্বীপটিকে সমর্থন করার জন্য সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।
প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের মন্তব্যের প্রতিবাদ জানাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছে। জাপানের নিম্নকক্ষের বাজেট কমিটির বৈঠকে তাকাইচি বলেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে, বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রদূত কানাসুগি কেনজিকে তলব করে শক্ত প্রতিবাদ জানান। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সান তাকাইচির মন্তব্যকে ‘অত্যন্ত বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি আরো বলেন, এই মন্তব্য চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং চীনের জনগণের অনুভূতিতে গভীর আঘাত দিয়েছে।
বেইজিংয়ে জাপানি দূতাবাস জানায়, রাষ্ট্রদূত কানাসুগি সানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং তাকাইচির মন্তব্যের প্রেক্ষাপটসহ জাপান সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
তাকাইচির মন্তব্যের পর গত সপ্তাহে দেওয়া ওই পোস্টে লেখা হয়েছিল, ‘অনুপ্রবেশকারী নোংরা ঘাড়টি এক মুহূর্ত দেরি না করে কেটে ফেলতে হবে।’ কানাসুগি এটিকে ‘চরম অনুপযুক্ত’ বলে উল্লেখ করে চীনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপের আহ্বান জানান।
সূত্র : এনএইচকে

