সিলেট নগরীকে পরিবেশ বান্ধব নগরী গড়তে উদ্যোগ নেয়ায় প্রশাসনকে খন্দকার মামুন আলী আখতারের কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৪ বার পঠিত

সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি),র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার বলেন, সিলেট নগরীর ফুটপাত দখল মুক্ত, যানজট মুক্ত,ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ করে পরিবেশ বান্ধব নগরী গড়তে প্রশাসনের পাশাপাশি, সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল কাজ অব্যাহত রাখছে। এই ধারাবাহিকতা আগামীতেও বহাল থাকবে।সিলেট জেলা প্রশাসক ও মেট্রোপলিটন কমিশনার সিলেটের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জানাই।
সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকার সম্পাদক-প্রকাশক, বিশিষ্ট সমাজসেবী খন্দকার মামুন আলী আখতারের নেতৃত্বে গত বৃহস্পতিবার বিকেলে নগরীর সুবিদবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে মদিনা মার্কেট পয়েন্টে গিয়ে ৫ম ক্যাম্পাইন কর্মসূচি পালন শেষে উপরোক্ত কথা গুলো বলেন, খন্দকার মামুন আলী আখতার।
ক্যাম্পাইন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, জেলা কমিটির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সাংবাদিক শেখ নজরুল ইসলাম ,ওসমানী ভাসানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান, জুলাই যুদ্ধা আমিনুল ইসলাম বকুল,সাংবাদিক মকবুল হোসেন, ইমরান আহমদ চৌধুরী, মহানগর কমিটির সাধারণ মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল খালিক,মোঃ শহিদুর রহমান,জুবায়ের আহমদ, আবুল হোসেন,আব্দুল মালেক, জুনেদুর রহমান চৌধুরী আজমল আলী মাষ্টার, প্রমূখ।

