চিকিৎসা বঞ্চিত সিলেটের জনগন
চিকিৎসা জনগনের মৌলিক অধিকার হলেও সিলেটের জনগন এ অধিকার থেকে বঞ্চিত। এ বঞ্চনার কারণ হচ্ছে সরকারী হাসপাতালগুলোতে রোগীদের প্রচন্ড চাপ, বিছানা না পেয়ে হাসপাতালের মেজেতে পড়ে থাকতে হয় রোগীদের। এই চাপে কর্তব্যরত ডাক্তার-নার্সরা প্রায় অসহায়।
জনগনের এই অসহায়ত্বের কারনে মহানগরীর অসংখ বেসরকারী হাসপাতাল, ক্লিনিকগড়ে উঠলেও দারিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জনগন বেসকারী হাসপাতালে ব্যয় বহনে অপরাগতার কারনে বেসরকারী হাসপাতাল (ক্লিনিক) গুলির কাছে যেতে পারেনা। এই অপরাগতার কারনে উল্লেখিত শ্রেণীর জনগনের শেষ ভরশার স্থল হয়ে উঠেছে চিকিৎসকদের চেম্বার। এই শেষ ভরষা স্থালেও জনগন চিকিৎসকের কাছে যেতে পারেনা। এ না পারার কারন হচ্ছে চেম্বারে ডাক্তার সাহেবের সাথে দেখা করতে সিরিয়াল বা টিকেট সংগ্রহ। সরজমিন অনুসন্ধানে দেখা যায় টিকেট সংগ্রহে ডাক্তারের চেম্বারের সিরিয়াল প্রধানকারী-কর্মচারীরা উৎকোচ ছাড়া রোগীদের নানা টালবাহানায় সিরিয়াল বা টিকেট থেকে বঞ্চিত করেন।
ডাক্তারের টিকেট বাসিরিয়াল সংগ্রহে রোগীকে দিতে হয় টিকেট ফিস। আর এ ফিস কোন ক্ষেত্রে ডাক্তার সাহেবের রোগী দেখা চিকিৎসাপত্র দেয়ার সমান ফিস।
সিলেট জেলার জনগনকে কিচিৎসা বঞ্চিত করাসহ চিকিৎসক সমাজকে দুর্নামগ্রস্থ করার ক্ষেত্রে তাদের (ডাক্তারদের) চেম্ব রে চাকুরীরত গেইটমান সিরিয়াল প্রদানকারী ব্যক্তিদের কর্যকলাপে চিকিৎসকদের অতি বিশ্বাস দাবয়ী।
অভিজ্ঞ বা ভুক্তভোগী জনগন মনে করেন জনগনকে চিকিৎসা বঞ্চিত করার দায়ে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্মনিত চিকিৎসাকদের এই মুহুর্তে অন্যতম কর্তব্য।

