২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রান্তডেস্ক:২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সবমিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।
বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন করা হয়।
পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮ দিন। তার মধ্যে ৯ দিন হচ্ছে শুক্র ও শনিবার। ফলে আসল ছুটি যেগুলো কর্মদিবসে পড়েছে সেটা হচ্ছে ১৯ দিন, উপদেষ্টা পরিষদের সভায় এটা আজ অনুমোদন দেয়া হয়েছে।’


