ফেসবুক পোস্টে আনু মুহাম্মদ:স্কুল পর্যায়ে নাচ-গানের শিক্ষক বাধ্যতামূলক করতে হবে
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত

প্রান্তডেস্ক:স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্টানগুলোতে নাচ-গান সহ সংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। একই সঙ্গে পাঠাগার রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এসব পরামর্শ দেন এই শিক্ষক।
ফেসবুক পোস্টে আনু মুহাম্মদ বলেন, স্কুল পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে।পাঠাগার থাকতে হবে, পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে।
তিনি আরো বলেন, ধর্মশিক্ষার ক্ষেত্রে সকল ধর্মের শিক্ষক নিশ্চিত করতে হবে যাতে কাউকে জবরদস্তিমূলকভাবে সংখ্যাগরিষ্ঠের ধর্মের ক্লাস করতে বাধ্য হতে না হয়।

