ডাকসুতে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলসহ তিন বাম সংগঠনের প্যানেল ঘোষণা

ছবি: সংগৃহীত
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয় করা হয়েছে।
এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন মো. নাইম হাসান হৃদয়। তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়।এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন দর্শন বিভাগের শিক্ষার্থীঅদিতি ইসলাম।ডাকসুর ২৮টি পদের মধ্যে আপাতত ১৩টি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে এ প্যানেল থেকে। এছাড়া দুটি পদে স্বতন্ত্র দুই প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে।বাকি পদগুলোতে এ প্যানেলের প্রার্থী কারা, তা পরে জানিয়ে দেওয়ার কথা বলা হয় সংবাদ সম্মেলনে।
সম্পাদক পদগুলোতে লড়বেন যারা-
মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয় সম্পাদক: ফাহমিদা আলম, অঙ্কন ও চিত্রায়ন বিভাগ।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: সুর্মী চাকমাকে সমর্থন দিয়ে পদটি খালি রাখা হয়েছে।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাকিব মাহমুদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ ইবনে হাসান (জামিল)।
গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সানজিদা আহমেদ তন্বিকে সমর্থন জানিয়ে পদটি খালি রাখা হয়েছে।
ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাসফিকুজ্জামান তাইন।
স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মিনহাজুল ইসলাম ফারহান।
সদস্য: হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ মাহবুবুর রহমান।
প্যানেল ঘোষণার সময় জানানো হয়েছে যে, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানার্থে এ পদে কোন প্রার্থী দেওয়া হচ্ছে না।

