নিউ সমনবাগ চা বাগানেরান্নাঘ:র থেকে পানিআনতে গিয়ে মেয়ে দেখলেন বাবার লাশ ঝুলছে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে সুরেশ মুন্ডা (৬১) নামে এক চা শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ আগস্ট) তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ ১০ নম্বর লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরেশ মুন্ডা স্থানীয় রঘু মুন্ডার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিন রাতেও তিনি মেয়ে ও নাতনিকে নিয়ে রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের একপর্যায়ে নাতনির তৃষ্ণা পেলে তার মা বেলবতি মুন্ডা পানি আনার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু পুলিশে খবর দেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।’


